৪৮তম বিশেষ বিসিএসসহ সব বিসিএসে ‘ডেন্টাল সার্জন’ পদ অন্তর্ভুক্তি নিশ্চিতে ৬ দফা দাবি জানিয়েছে ‘বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশন’। এগুলো হলো- প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ন্যূনতম ৫টি এবং জেলা সদর হাসপাতালে ৮টি ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি করতে হবে। আসন্ন ৪৮তম বিশেষ বিসিএসসহ সব বিসিএসে ‘ডেন্টাল সার্জন’ পদ অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। চলমান বৈষম্য দূর করে অন্যান্য ক্যাডারের মতো দন্ত চিকিৎসকদের নিয়মিত পদোন্নতি নিশ্চিত করতে হবে। ডেন্টাল সার্জনের জন্য নির্ধারিত পদে এমবিবিএস ডাক্তারের পদায়ন বন্ধ করতে হবে। ডেন্টাল ইউনিটগুলোকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তর করে দাঁত ও মুখের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় আনতে হবে। মুখ ও দাঁতের চিকিৎসায় পর্যাপ্ত বাজেট বরাদ্দের মাধ্যমে জনগণের পূর্ণাঙ্গ এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘সবার জন্য স্বাস্থ্য’ অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে।