শরীয়তপুরের জাজিরা উপজেলার বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। বুধবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয়ন মোল্লা (২৫) মারা যান। তিনি বিলাসপুর ইউনিয়নের বেপারীকান্দি গ্রামের বাসিন্দা। এর আগে ৮ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবী হোসেন (২২) মারা যান এবং একই দিনে ঘটনাস্থলের কাছে সোহান বেপারী (৩২)-এর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ৮ জানুয়ারি ভোরে বেপারীকান্দি এলাকায় বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যাতে একটি টিনের ঘরের চালা উড়ে যায়। ঘটনার পর যৌথ বাহিনী বিলাসপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৫টি বোমাসদৃশ বস্তু, ককটেল, দেশীয় অস্ত্র ও একটি ড্রোন উদ্ধার করে। বিস্ফোরক দ্রব্য আইনে ৫৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও প্রতিদ্বন্দ্বী জলিল মাদবরের অনুসারীদের দীর্ঘদিনের বিরোধের জেরেই এলাকায় সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনা ঘটছে।