Web Analytics

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের আমতলা এলাকায় ২৭ ডিসেম্বর অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে তিনজনকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বালিয়াকান্দি থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। জরিমানাপ্রাপ্তরা হলেন আমতলা গ্রামের মোসলেম বিশ্বাসের ছেলে তৌহিদ বিশ্বাস, শুকুর মোল্লার ছেলে হাসান মোল্লা এবং বালিয়াকান্দি গ্রামের সাদেক শেখের ছেলে রাশেদ শেখ।

সহকারী কমিশনার (ভূমি) জানান, তারা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭(ক) ধারা ভঙ্গ করে ১৫(১) ধারার অপরাধ করেছেন। তিনি আরও বলেন, উপজেলায় কেউ অবৈধভাবে মাটি বা বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই অভিযান স্থানীয় প্রশাসনের অবৈধ মাটি উত্তোলন রোধে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে পরিচালিত হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!