ইসরায়েল সোমবার দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে নতুন করে বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে মাউন্ট সাফি, জবা ও জেফতা উপত্যকা অন্তর্ভুক্ত বলে জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলাগুলো হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রসহ বেশ কয়েকটি স্থাপনা ও রকেট নিক্ষেপ কেন্দ্র লক্ষ্য করে চালানো হয়েছে। হতাহতের খবর না পাওয়া গেলেও, কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২০২৪ সালের মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ক্ষোভ বেড়েছে।
এই হামলার কয়েকদিন আগে ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি তদারকির জন্য বেসামরিক দূত পাঠাতে সম্মত হয়েছিল, যা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আহ্বানের ফল। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর প্রতিশ্রুতি দেন, আর প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ১২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যা সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
সম্প্রতি বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার হাইথাম আলি তাবতাবাই নিহত হওয়ার পর এই হামলা নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, অব্যাহত বিমান হামলা যুদ্ধবিরতি ভেঙে নতুন সংঘাতের পথ খুলে দিতে পারে।