রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রান্না করার সময় গরম পানিতে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী মেডিকেলে কলেজের বার্ণ ইউনিটে তার মৃত্যু হয়। নাম শ্রী বিপুল কুমার। নওগাঁর মহাদেবপুর উপজেলার বাসিন্দা তিনি। ২০১০ সালের একটি মাদক মামলায় আজীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। ডাক্তার জানিয়েছেন, তার বিশ শতাংশ শরীর দগ্ধ ছিল। ঢাকা রেফার করা হলেও আগেই মারা যান! জেল সুপার একজন কয়েদি মেডিকেলে মারা গেছেন বলে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।