স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সারা দেশে কোনো নিরাপত্তার ঘাটতি নেই এবং জননিরাপত্তা নিশ্চিত করতে টহল বাড়ানো হয়েছে। সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনের পর তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যে টিকিট বিক্রি হচ্ছে এবং বেশিরভাগ লঞ্চ সময়মতো ছেড়ে যাচ্ছে। গত পাঁচ দিনে ৮২৪টি লঞ্চ ঘাট ছেড়েছে, যার মাধ্যমে দক্ষিণাঞ্চলের প্রায় ৮ লাখ যাত্রী ঈদ উপলক্ষে নিজ নিজ বাড়িতে ফিরেছেন।