Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ১২ জন ডিনের মেয়াদ বাড়িয়েছে, যাদের মধ্যে ছয়জন আওয়ামীপন্থী হিসেবে পরিচিত। তাদের মেয়াদ ১৭ ডিসেম্বর ২০২৫ শেষ হলেও নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব ও রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ। প্রশাসনের দাবি, সমাবর্তন ও ভর্তি পরীক্ষার কারণে এখন নির্বাচন দিলে একাডেমিক কার্যক্রমে বিঘ্ন ঘটবে।

তবে এই সিদ্ধান্তে ক্যাম্পাসে নতুন করে বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। একাধিক শিক্ষক ও শিক্ষার্থী প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার ফেসবুকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগ না করলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ নেবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ডিনদের কেবল রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা সিন্ডিকেট মিটিংসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশ নিতে পারবেন না। তবুও পর্যবেক্ষকরা মনে করছেন, প্রশাসনিক পদে রাজনৈতিক প্রভাব বজায় থাকলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ আরও অস্থিতিশীল হতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!