Web Analytics

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকের সময় পরিবর্তন করেছে। আগামী রোববার সকাল ১০টার পরিবর্তে বৈঠকটি দুপুর আড়াইটায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত থাকবেন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব। তিন বাহিনীর প্রধানরাও বৈঠকে যোগ দিতে পারেন।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে নির্বাচনের আগে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস প্রতিরোধে যৌথ বাহিনীর ভূমিকা এবং আচরণবিধি ২০২৫ প্রতিপালন নিয়ে আলোচনা হবে। ইসির জনসংযোগ কর্মকর্তা রুহুল আমিন মল্লিক জানান, বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ইতিহাসে প্রথমবারের মতো বৈঠক শেষে তিন বাহিনী প্রধান, আইজিপি ও অন্যান্য ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা গণমাধ্যমকে ব্রিফ করবেন। বৈঠকটি নির্বাচনি নিরাপত্তা প্রস্তুতি ও যৌথ বাহিনীর সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!