ভারতের রাজধানীতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) নিয়ে বিরোধীরা প্রতিবাদ করে, বিজেপি শাসিত রাজ্যগুলোকে বাদ দিয়ে শুধু বিরোধীশাসিত রাজ্যগুলোকে টার্গেট করার অভিযোগ তোলে। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভাঙার ও কেন্দ্রীয় সরকারের পদত্যাগের দাবি জানান। তিনি ভোটার তালিকাকে ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করে বলেন, বিজেপি নির্বাচন কমিশনকে গণতন্ত্র দমন করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বাংলায় ভোটাধিকার হরণ হলে বড় বিক্ষোভের হুমকি দেন। উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে।