গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচির সময় সংঘটিত সহিংসতার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই সহিংসতা নিন্দনীয় ও অমার্জনীয়; তরুণ নাগরিকদের শান্তিপূর্ণ অধিকার লঙ্ঘন করা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও দলীয় কর্মীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা জানিয়ে, সহিংসতার কোনো স্থান নেই বলে সরকার স্পষ্ট জানিয়েছে।