কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল কুমিড়াছড়া জেলে পাড়ায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাপসী রানী দাস (৪২) নামের এক নারীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার চাচাতো ভাই কালী চরণ। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাপসীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পালানোর সময় বড়ঘোপ স্টীমারঘাট এলাকা থেকে জনতার সহায়তায় পুলিশ কালী চরণকে আটক করে।
নিহতের ভাই তপন দাস জানান, তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কালী চরণ তার বোনকে আঘাত করে। চিকিৎসক ডা. বিপ্লব কান্তি রুদ্র জানান, তাপসীর শরীরে অন্তত চারটি ধারালো অস্ত্রের আঘাত ছিল। থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকা ধার নেওয়া নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ আটক কালী চরণকে জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।