Web Analytics

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র নিজের শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তি অনুযায়ী তিনি ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্লাবটিতে থাকবেন। এর মাধ্যমে সান্তোস ছাড়ার গুঞ্জনের অবসান ঘটালেন তিনি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, ক্লাব সভাপতি মার্সেলো তেইসেইরার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সান্তোসেই থাকবেন নেইমার। এটি সান্তোসে ফেরার পর তার তৃতীয় চুক্তি, এর আগে ২০২৫ সালে ছয় মাস করে দুবার চুক্তি করেছিলেন তিনি।

নতুন চুক্তি অনুযায়ী নেইমার প্রতি মাসে সাধারণ মানের চার-পাঁচজন খেলোয়াড়ের সমান বেতন পাবেন। পাশাপাশি তার পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান এনআর স্পোর্টসের সঙ্গে সান্তোসের ইমেজ স্বত্ব চুক্তি রয়েছে, যার আর্থিক মূল্য ৮ কোটি ৫০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল। বর্তমানে বাঁ হাঁটুর মেনিসকাস অস্ত্রোপচারের পর পুনর্বাসনে আছেন নেইমার, ফেব্রুয়ারির মাঝামাঝি মাঠে ফেরার সম্ভাবনা কম।

গত মৌসুমে চোট নিয়েও তিন ম্যাচে চার গোল ও এক অ্যাসিস্ট করে সান্তোসকে অবনমন থেকে রক্ষা করেছিলেন নেইমার, প্রতিটি ম্যাচেই দল জিতেছিল ৩-০ ব্যবধানে।

Card image

Related Memes

logo
No data found yet!