নারায়ণগঞ্জের ফতুল্লার নাগবাড়ী এলাকায় বৃহস্পতিবার ভোরে গণপিটুনিতে রায়হান খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত রায়হান চাঁদপুর জেলার বহারিয়া বাজার এলাকার মৃত বিল্লাল খানের ছেলে এবং নারায়ণগঞ্জ শহরের তাঁতিপাড়া এলাকায় ইয়াসিন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হতে পারে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে আবার ছিনতাইয়ের চেষ্টা করলে এলাকাবাসী তাকে গণধোলাই দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।