ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে আরব আমিরাতের প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক প্রভাব তৈরির চেষ্টা শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার জানায়, গত বছরের সেপ্টেম্বরে ‘তামান্না আক্তার ইয়াসমিন’ নামের একটি ফেসবুক প্রোফাইল নিয়ে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে উঠে আসে, প্রোফাইলটি থেকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশিমির বিভিন্ন ছবি ও ভিডিও এমনভাবে উপস্থাপন করা হচ্ছিল, যেন প্রোফাইলধারী আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী ভূমিকা পালন করছেন। আদতে শেখ হাসিনা ও বিভিন্ন জনের সাথে পুরনো ছবি ব্যবহার করে ভুল তথ্য ছড়াচ্ছিলেন। রিউমার স্ক্যানার ফাঁস করলে পরে নতুন একাউন্ট খুলে পুনরায় ভুয়া প্রচারণা শুরু করে।