Web Analytics

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বৈধতা বিষয়ে হাইকোর্ট আগামী ৪ ডিসেম্বর রায় ঘোষণা করবে। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এই তারিখ নির্ধারণ করেন। বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন এনসিটি বিদেশিদের কাছে হস্তান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। গত ৩০ জুলাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও একটি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হওয়ায় তা নিয়ে আদালত রুল জারি করে। শুনানির সময় আদালত সরকারকে চুক্তির কার্যক্রম স্থগিত রাখার মৌখিক নির্দেশ দেন। ২০০৭ সালে নির্মিত এনসিটি টার্মিনালে প্রায় ২ হাজার ৭১২ কোটি টাকা বিনিয়োগ করা হয় এবং এটি দেশের আমদানি-রপ্তানি কনটেইনার পরিবহনের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।