Web Analytics

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সম্প্রতি ইমরান খানের কারাগারে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে পরিবারকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। পাকিস্তানের গণমাধ্যম জানায়, পিটিআই ঘোষিত কর্মসূচির আগেই এই সাক্ষাতের ব্যবস্থা করা হয়। উজমা জানান, বোন আলিমা ও নওরীনের সঙ্গে আলোচনা করে পরে বিস্তারিত জানাবেন। এদিকে আদিয়ালা কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নতুন পাঁচটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এর আগে ইমরান খানের মৃত্যুর গুজবে উত্তপ্ত হয়ে ওঠে পাকিস্তান, পিটিআই রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দেয়, যা ঠেকাতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।