Web Analytics

তীব্র শীত ও তুষারপাতের কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বুধবার সকালে শার্ল দ্য গল বিমানবন্দরে প্রায় ১০০টি এবং অরলি বিমানবন্দরে অন্তত ৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে দেশটির পরিবহনমন্ত্রী জানিয়েছেন। রানওয়ে ব্যবস্থাপনা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বার্তা সংস্থা এএফপি জানায়, মঙ্গলবার রাত থেকেই সম্ভাব্য ফ্লাইট বিপর্যয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। প্যারিসের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো সিএনিউজকে জানান, বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

বাতিল হওয়া ফ্লাইটের কারণে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রেখে ফ্লাইট-সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে আহ্বান জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!