আজ পহেলা ফাল্গুন। বসন্তের আরম্ভের দিন। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা উৎসবে মেতেছে। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে 'বসন্ত উৎসব ১৪৩১' শুরু হয়। 'জুলাই অভ্যুত্থান আমার দ্রোহ ভালোবাসার গান ' ব্যানারে আয়োজিত 'সমগীত উৎসব ১৪৩১' দিয়ে শুরু হয় বসন্তের গান ও নৃত্য পরিবেশন। লোকসংগীত ও পাহাড়ি জনগোষ্ঠীর সংগীত পরিবেশন করেন তারা। পাঠশালার নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন। একইসঙ্গে পাহাড়ি ও চাবাগানের থিমের সুর থেকে নেওয়া গানে অংশে নেন সমগীতের শিল্পীরা। দর্শনার্থীরা বলেন, বসন্ত উৎসব দেখতে এসেছেন, পরে যাবেন বইমেলায়।