একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন— মো. হাসান মাহমুদ (৩১) ও সবুজ হাওলাদার (২৮)। তাদের থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি খালি ম্যাগজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, একটি রামদা, তিনটি বাঁশের হাতল বিশিষ্ট লোহার হাতুড়ি উদ্ধার করা হয়। এই সময়ে তাদের কয়েকজন সাথী যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।