‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির স্লোগান ‘এ লড়াই জাতীয় মুক্তি, সাম্য, গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার’। দলটির চেয়ারম্যান ড. আব্দুল মালেক ফরাজী বলেন, 'দেশের মানুষ ও মাটির জন্য ড. মুহাম্মদ ইউনূসের মতো মানুষের প্রয়োজন। দেশ পরিচালনার জন্য তার মতো যোগ্য ও দক্ষ লোকের প্রয়োজন। স্বাধীনতার ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তারা বিদেশি শক্তির দালালি করেছেন। তবে আমরা কোনো দল বা দেশের দালালি রাজনীতি করবো না।' দলের ঘোষণাপত্র পাঠ করেন গণতান্ত্রিক নাগরিক শক্তির যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন খান। জানা গেছে দলটির চেয়ারম্যান গণঅধিকার পরিষদের সাথে যুক্ত ছিলেন।