ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে। ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা হুমকি এবং বাংলাদেশের কিছু রাজনীতিকের ভারতবিরোধী মন্তব্যকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে ঠিক আগের রাতেই দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে বিজয় দিবস উদযাপনের পর, যেখানে দুই দেশের ঐতিহাসিক মৈত্রীর প্রশংসা করা হয়েছিল।
দিল্লির কর্মকর্তারা জানান, বাংলাদেশে কিছু চরমপন্থী গোষ্ঠী ভারতবিরোধী ‘মিথ্যা বয়ান’ ছড়াচ্ছে এবং নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। এর আগে ঢাকাও ভারতের রাষ্ট্রদূতকে তলব করে আসন্ন জাতীয় নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তোলে। সাম্প্রতিক এই পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ দুই দেশের মধ্যে বাড়তে থাকা অবিশ্বাসের ইঙ্গিত দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বন্ধন থাকা সত্ত্বেও দিল্লি-ঢাকা সম্পর্ক এখন সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশের নির্বাচনের আগে উভয় দেশই কূটনৈতিক ভারসাম্য রক্ষায় আরও সতর্ক থাকবে বলে ধারণা করা হচ্ছে।