Web Analytics

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার ফোরে উঠেছে বাংলাদেশ। নিজেদের গ্রুপের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে সাত উইকেটে হারিয়ে এই সাফল্য অর্জন করেছে আজিজুল হাকিম তামিমের দল। হারারেতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশের বোলিং তোপে ৫০ ওভারে ১৯৯ রানে অলআউট হয় যুক্তরাষ্ট্র। জবাবে ৪১.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ২০১ রান তুলে ৫১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশের যুবারা।

সুপার ফোরে উঠতে হলে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। ইকবাল হোসেন ইমন তিনটি উইকেট নেন, আর তিনজন বোলার দুটি করে উইকেট ভাগাভাগি করেন। জাওয়াদ আবরার ও রিফাত বেগ উদ্বোধনী জুটিতে ৭৮ রান যোগ করেন। এরপর অধিনায়ক আজিজুল হাকিম ৬৪ রানের ইনিংস খেলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। কালাম সিদ্দিকী ও রিজান অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

এই জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সুপার ফোরে জায়গা নিশ্চিত করে পরবর্তী পর্বে আত্মবিশ্বাসীভাবে এগিয়ে গেল।

Card image

Related Memes

logo
No data found yet!