Web Analytics

রোববার রাতে গাজীপুরের বড়বাড়ী এলাকায় দুর্বৃত্তদের হামলায় জিওপির কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রহমান গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে প্রথমে বোর্ড বাজার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে পুলিশের সহায়তায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে শ্রমিক অধিকার পরিষদের গাজীপুর মহানগরের সভাপতি মাজেদুর রশীদ জানান, তার মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে। এদিকে, এমপি প্রার্থী আব্দুর রহমানের ওপর হামলার নিন্দা জানিয়ে ঘটনার বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। এদিকে রশীদ জানান, দুর্বৃত্তরা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং বলে, ‘তোর এমপি হওয়ার সাধ আজ মিটিয়ে দেবো। আজ তোর জীবনের শেষ দিন’। পরে টহল পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Card image

Related Memes

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।