পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের বোয়া এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসী হামলায় চার সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যরা, যাদের স্থানীয়ভাবে ‘ফিতনা আল-খারিজি’ বলা হয়, এই হামলা চালায়। প্রথমে তারা ক্যাম্পের বাইরের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করে ব্যর্থ হলে বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে দেয়াল ভেঙে প্রবেশ করে।
বিস্ফোরণে ক্যাম্পের দেয়াল ধসে পড়ে এবং একটি মসজিদসহ আশপাশের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এতে নারী ও শিশুসহ ১৫ জন বেসামরিক নাগরিক আহত হন। আইএসপিআর নিহত চার সেনার নাম প্রকাশ করে জানায়, হামলাটি আফগানিস্তানভিত্তিক সন্ত্রাসীদের পরিকল্পনায় পরিচালিত হয়। পাকিস্তান আফগান তালেবান সরকারকে আহ্বান জানিয়েছে, তাদের ভূখণ্ড যেন পাকিস্তানবিরোধী কর্মকাণ্ডে ব্যবহার না হয়।
এই হামলা দুই দেশের সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, এমন হামলা অব্যাহত থাকলে পাকিস্তান-আফগান সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে।