Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এদিন দিলীপ গ্রুপের সদস্যরা এলাকায় অবস্থানকালে শাকিল গ্রুপের সদস্যরা তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে নাজমুল আহমেদ টুটুল (৩৬), শিহাব (৩০) ও সাজু মিয়া আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসক জানান, আহতদের মধ্যে দুজন রাবার বুলেটে আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। সদর মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, আধিপত্যের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।