বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ অর্জনের উদ্যোগ পুনর্ব্যক্ত করেছেন। ঢাকায় নবনিযুক্ত থাই রাষ্ট্রদূত থিথিপর্ন চিরাসাওয়াদির সঙ্গে সাক্ষাতে তিনি আশা প্রকাশ করেন যে, থাইল্যান্ড বাংলাদেশের সদস্যপদ প্রার্থনায় সমর্থন দেবে। ইতোমধ্যে বাংলাদেশ আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য আবেদন করেছে, যা পূর্ণ সদস্যপদের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ।
সাক্ষাতে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, সামুদ্রিক যোগাযোগ, অনলাইন প্রতারণা প্রতিরোধ ও জনগণ-থেকে-জনগণ বিনিময়সহ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন। থাই রাষ্ট্রদূত জানান, ব্যাংকক বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু করতে আগ্রহী। এছাড়া থাইল্যান্ডের রানং বন্দর ও বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি নৌপথ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
ড. ইউনূস বাংলাদেশি নাগরিকদের জন্য আরও বেশি ভিসা ইস্যুর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন এবং বলেন, চিকিৎসা, ব্যবসা ও শিক্ষার উদ্দেশ্যে থাইল্যান্ডে যাতায়াত বাড়ছে। এই উদ্যোগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সংযোগ জোরদারে সহায়ক হবে।