Web Analytics

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, যে আইন সাংবাদিকদের কণ্ঠরোধ করে ও মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করে, সেই আইনের অবসান দরকার। রাজধানীর এক হোটেলে ‘বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা: ডিজিটাল নিরাপত্তা আইনের অভিজ্ঞতা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে দায়ের করা সব মামলা বাতিল হতে পারে। তিনি বলেন, শুধু আইন বাতিল করলেই চলবে না, আগামী সরকারকেও গণমাধ্যমের প্রতি নিবর্তনমূলক আচরণ থেকে সরে আসতে হবে। আসাদুজ্জামান আরও বলেন, আইসিটি আইনের ৫৭ ধারা বাতিল করে আওয়ামী লীগ সরকার যে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করেছিল, তা ছিল জনগণের সঙ্গে প্রতারণা। তার এই মন্তব্য গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিকে আরও জোরদার করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।