বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্থানীয়দের হামলায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১১টার দিকে শেষমোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঈশা খাঁ হলের চারজন ও মাওলানা ভাসানী হলের একজন শিক্ষার্থী গুরুতর আহত হন। আহতদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে নেওয়া হয় এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সূত্রপাত হয় সকাল ১১টার দিকে, যখন কয়েকজন বহিরাগত হল প্রাঙ্গণে প্রবেশ করলে শিক্ষার্থীরা চোর সন্দেহে তাদের আটক করেন। পরে হল কর্তৃপক্ষের হস্তক্ষেপে তাদের ছেড়ে দেওয়া হয়। রাতে শিক্ষার্থীরা শেষমোড় এলাকায় গেলে স্থানীয়রা তাদের বাধা দেয় এবং ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে লোহার পাইপের আঘাতে দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। ঘটনাটি ছড়িয়ে পড়লে অন্যান্য হলের শিক্ষার্থীরাও বাইরে বেরিয়ে আসেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম জানান, ময়মনসিংহ কোতোয়ালি থানা থেকে পুলিশ এসে এলাকায় অভিযান চালাচ্ছে এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।