প্রতিবন্ধী স্কুলের স্বীকৃতি ও এমপিওভুক্তি এবং ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে সোমবার (২৭ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত ছিল। প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। সমাজকল্যাণ মন্ত্রণালয় সারাদেশে প্রায় দুই হাজার প্রতিবন্ধী স্কুল এমপিও তালিকায় অন্তর্ভুক্তির ঘোষণা দিলেও এখনো তা কার্যকর হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান। অন্যদিকে, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকরা প্রেসক্লাবের সামনেই লাগাতার অবস্থান করছেন। তারা লং মার্চ নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে রওনা দিলে বেইলি রোডে পুলিশ বাধা দেয়। পরে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের আশ্বাসে তারা পুনরায় জাতীয় প্রেসক্লাবের সামনে ফিরে এসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।