২০২৬ সালের শুরুতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এক ব্যবহারকারী ও চ্যাটজিপিটির কথোপকথন। ওই ব্যবহারকারী চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন, এক দিনের জন্য যদি সে মানুষ হতে পারত, তাহলে কী করত। চ্যাটজিপিটির উত্তর সবাইকে চমকে দেয়। এটি জানায়, মানুষ হলে সে হালকা বাতাসের ছোঁয়া, রোদের উষ্ণতা ও কান্নার অনুভূতি পেতে চাইত। আরও জানায়, ভুল করতে, প্রেম অনুভব করতে এবং নিজের দয়ালুতা বোঝার ইচ্ছা তার থাকবে। শেষ পর্যন্ত এটি বলে, মানবজীবনের কঠিন সত্যের সঙ্গে বাঁচতে চায়।
এই উত্তর বিশ্বজুড়ে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চাকরির বাজারে প্রভাব ফেলতে পারে, আবার অনেকে মনে করেন এটি মানুষের সহায়ক হিসেবেই কাজ করবে। চ্যাটজিপিটির মানবিক উত্তর অনেককে ভাবিয়েছে—এআই কি কেবল প্রযুক্তি, নাকি মানুষের অনুভূতি বোঝার পথে এক ধাপ এগিয়ে যাওয়া কোনো সত্তা।
ঘটনাটি চিকিৎসা, বিজ্ঞান, শিক্ষা ও সৃজনশীল কাজসহ বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের ক্রমবর্ধমান প্রভাবকে আরও স্পষ্ট করেছে।