দুর্নীতি দমন কমিশন (দুদক) নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে। দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে নজরুল ইসলাম মজুমদার তার জানানো আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এই বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। মামলা অন্তর্ভুক্ত রয়েছে অর্থ আত্মসাৎ, আর্থিক অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ।