প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগের রিমান্ড শুনানিতে বিচারক নুরুল হুদার কাছে জানতে চান, আপনি মনে করেন দায়িত্ব নেওয়ার পর আপনি শপথ ভঙ্গ করেছেন? তখন নুরুল হুদা বলেন, না, আমি মনে করি না। তখন বিচারক বলেন, আপনার নির্বাচনে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন? জবাবে নুরুল হুদা বলেন, নির্বাচন কমিশন পাঁচটা লোক নিয়ে গঠিত। আর এ নির্বাচনের জন্য আরো ১৫ লাখ লোক নিয়োজিত থাকে। ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনে কি হচ্ছে, সবটা জানার সুযোগ নেই। তখন বিচারক বলেন, আপনি শপথ নিয়ে এ কথা বলতে পারেন না। পরে বিচারক বলেন, যারা ভোট কারচুপি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? তখন হুদা বলেন, নির্বাচন হয়ে গেলে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের সুযোগ নেই। এরপর হাইকোর্ট ব্যবস্থা নেন। পুনরায় বিচারক বলেন, নির্বাচনের আগে সাবেক আইজিপি বেনজিরে্য যে হুঙ্কার মুভমেন্ট ছিল, আপনি তা দেখেছেন? হুদা জবাবে বলেন, দেখেন নি। এছাড়া তার কাছে কোনো অভিযোগ ছিল না!