Web Analytics

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম) বলেছে, ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রধান পর্যবেক্ষক ইভার্স ইয়াবস বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হওয়া জরুরি। তিনি আশা প্রকাশ করেন, ইইউ পর্যবেক্ষকেরা নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের আস্থা ও বিশ্বাস বাড়াতে ভূমিকা রাখবেন।

ইভার্স ইয়াবস জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইইউর সাক্ষাৎ প্রক্রিয়া চলছে এবং লেভেল প্লেয়িং ফিল্ড পর্যবেক্ষণে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে ইইউ। তিনি বলেন, বাংলাদেশ নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা রাখে। ২০০৮ সালের পর এবারই প্রথম ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন পাঠাচ্ছে।

তিনি আরও জানান, ১১ সদস্যের একটি কোর টিম গত সপ্তাহে বাংলাদেশে এসেছে এবং ৫৬ সদস্যের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দল আজ দেশে পৌঁছানোর কথা, যা ইইউর নির্বাচনী পর্যবেক্ষণ কার্যক্রমে নতুন গতি আনবে।

Card image

Related Memes

logo
No data found yet!