Web Analytics

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনাপাড়ায় পুরাতন ভবনের দেয়াল চাপা পড়ে আমজাদ হোসেন (৩৫) নামে এক তাঁতী দল নেতার মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ভবন ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমজাদ স্থানীয় মৃত শফিউল আলমের ছেলে এবং পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, সকাল থেকে কয়েকজন শ্রমিক মিলে একটি পুরাতন পাকা ভবন ভাঙার কাজ করছিলেন। বিকেলে হঠাৎ একটি দেয়াল ধসে পড়ে আমজাদের ওপর। সহকর্মীরা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আমজাদ রাজাখালী ইউনিয়ন তাঁতী দলের সক্রিয় সদস্য ছিলেন এবং দুই সন্তানের জনক।

ইউনিয়ন তাঁতী দলের সদস্য সচিব জুনায়েদ ঘটনাটিকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেন। স্থানীয় ইউপি সদস্য গোলাম রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনাটি স্থানীয় নির্মাণ নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

Card image

Related Memes

logo
No data found yet!