তিনপক্ষীয় এক চুক্তির আওতায় নেপাল জুন থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু করবে, যা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে সরবরাহ করা হবে। নেপালের ত্রিশুলি (২৫ মেগাওয়াট) ও চিলিমি হাইড্রোপাওয়ার প্রকল্প (২২ মেগাওয়াট) থেকে এই বিদ্যুৎ আসবে। চুক্তিটি গত বছর স্বাক্ষরিত হয়, যা ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের অনুমতি দেয়। বাংলাদেশ প্রতি ইউনিট বিদ্যুৎ ৮.১৭ নেপালি রুপিতে কিনবে। নেপাল ভবিষ্যতে বিদ্যুৎ রপ্তানি আরও বাড়ানোর পরিকল্পনা করছে, যা আঞ্চলিক জ্বালানি সহযোগিতাকে শক্তিশালী করবে।