ওয়াশিংটনে আফগান অভিবাসীর গুলির ঘটনায় দুই ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেন প্রশাসনের সময় অনুমোদিত আশ্রয় ও গ্রিন কার্ড মামলাগুলোর ব্যাপক পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। সন্দেহভাজন ব্যক্তি ২০২১ সালে পুনর্বাসন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং চলতি বছর আশ্রয় পান। এর পরপরই হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ আফগান নাগরিকদের সব অভিবাসন আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। ইউএসসিআইএস পরিচালক জোসেফ এডলো জানান, ট্রাম্পের নির্দেশে ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ডও পুনঃপর্যালোচনা করা হবে। এই পদক্ষেপ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ, যার আওতায় বাইডেন আমলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা প্রায় ২ লাখ ৩০ হাজার শরণার্থীর মামলাও পুনর্মূল্যায়ন করা হবে।