কক্সবাজার-১ আসনের বিএনপি প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ পেকুয়ার সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান ও বহিষ্কৃত নেতা শাফায়েত আজিজ রাজুকে নির্বাচনি পথসভায় মঞ্চে ডেকে দলে ফেরান। মগনামা সোনালী বাজারে অনুষ্ঠিত ওই সভায় সালাহউদ্দিন ফুল দিয়ে রাজুকে বরণ করে নেন এবং তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। রাজু ২০২৪ সালের উপজেলা নির্বাচনে বিএনপির বর্জন সিদ্ধান্ত অমান্য করে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বহিষ্কৃত হয়েছিলেন। রাজু বলেন, তিনি সবসময় সালাহউদ্দিনের কর্মী ছিলেন এবং বিএনপির প্রতি অনুগত রয়েছেন। এই পুনর্বহালকে সালাহউদ্দিনের নির্বাচনি ঐক্য জোরদারের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।