গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন ও শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করতে ইস্তাম্বুলে হামাসের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। শনিবার অনুষ্ঠিত এই বৈঠকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও আলোচক দলের প্রধান খলিল আল-হায়া নেতৃত্ব দেন বলে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
বৈঠকে হামাস প্রতিনিধিরা জানান, তারা যুদ্ধবিরতির শর্ত মেনে চলছে এবং ইসরাইলের লঙ্ঘনের তথ্য উপস্থাপন করেছেন। উভয় পক্ষ গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখতে তুরস্কের প্রচেষ্টা এবং ইসরাইলের চুক্তি লঙ্ঘন প্রতিরোধে পদক্ষেপ নিয়ে আলোচনা করে। পাশাপাশি, গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার শর্ত ও চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়েও মতবিনিময় হয়। তারা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় প্রায় ৭০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত ও এক লাখ ৭১ হাজারের বেশি আহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।