Web Analytics

রাশিয়ায় কৃষি, শিল্প, অবকাঠামো ও জাহাজ নির্মাণ খাতে শ্রমিক সংকট দেখা দেওয়ায় দেশটি বিদেশি কর্মী নিচ্ছে। গত ডিসেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে শ্রমিক রপ্তানি চুক্তি হয়, যার আওতায় ২০২৬ সালে ৭০ হাজার ভারতীয় শ্রমিক রাশিয়ায় যাবে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব শ্রমিক মাসে ৫৫৫ থেকে ১,১১১ মার্কিন ডলার পর্যন্ত আয় করবে। অন্যদিকে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে; রাশিয়ায় বর্তমানে মাত্র ৬,২৬৬ জন বাংলাদেশি শ্রমিক কাজ করছেন এবং সরকারিভাবে পাঠানো হয়েছে মাত্র ৩২৫ জন।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের অভাবই বাংলাদেশের দুর্বলতার মূল কারণ। তারা স্থায়ী শ্রমবাজার গবেষণা কেন্দ্র স্থাপন এবং বেসরকারি খাতের অভিজ্ঞদের সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সঙ্গে শ্রমবাজার চুক্তির খসড়া পাঠানো হয়েছে, তবে প্রত্যাবর্তন চুক্তি নিয়ে কিছু জটিলতা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সমন্বিত উদ্যোগ ও কৌশলগত পরিকল্পনা না নিলে রাশিয়ার মতো সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশ আরও পিছিয়ে পড়বে।

Card image

Related Memes

logo
No data found yet!