কুড়িগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। অবৈধ ঘোষিত প্রার্থীরা হলেন জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান। পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার তথ্য হলফনামায় গোপন রাখার অভিযোগে এবং আতিকুর রহমানের হলফনামায় তথ্য অসম্পূর্ণ থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম-১ আসনের ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রাম-২ আসনে নয়জন প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়ন বৈধ হলেও এই দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
দুজন প্রার্থীই আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। পনির উদ্দিন আহমেদ জানান, তিনি মামলার বিষয়ে অবগত ছিলেন না এবং আপিল করবেন।