বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, তার দল নির্বাচনে জয়ী হলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে এক জনসভায় তিনি এ ঘোষণা দেন। ২২ বছর পর তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
তিনি উত্তরবঙ্গের উন্নয়নের জন্য একাধিক পরিকল্পনার কথা জানান, যার মধ্যে রয়েছে রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ, আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন এবং বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু করা। তিনি অভিযোগ করেন, পদ্মা নদীভিত্তিক প্রায় এক হাজার কোটি টাকার সেচ প্রকল্পটি গত ১৬ বছর ধরে বন্ধ রাখা হয়েছে এবং প্রতিশ্রুতি দেন এটি পুনরায় সচল করার।
তারেক রহমান আরও জানান, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে তারা ঋণ, সার ও বীজসহ কৃষি উপকরণ পাবেন। পাশাপাশি রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল ও ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হবে।