Web Analytics

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশি এবং বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার দেওয়া এক বাণীতে তিনি সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং নতুন বছরে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার করার আহ্বান জানান।

ইউনূস বলেন, নববর্ষ নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। তিনি সবাইকে নতুন উদ্যমে সুন্দর আগামীর পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান। গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে তিনি বলেন, নতুন বছরে সবাই ঐক্যবদ্ধভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন দেশ গড়ে তুলবে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে ইউনূস উল্লেখ করেন, নতুন বছর জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের যাত্রা পূর্ণতা পাবে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও বেগবান হবে।

Card image

Related Memes

logo
No data found yet!