জিওপি নেতা আবু হানিফ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সারাদেশে গণহত্যা চালিয়েছিল। অথচ তাদের অনেকেই এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ তাদের শেল্টারও দিচ্ছেন। কিশোরগঞ্জেও এই চিত্র বিদ্যমান। ছাত্র-জনতার ওপর গুলি চালানো ডেভিলদের নতুন ও পুরাতন দলের নেতারা শেল্টার দিচ্ছেন। আওয়ামী লীগের এসব ডেভিলদের কাছ থেকে মূলত বড় অংকের টাকা নিয়ে সমঝোতা করে তাদেরকে তারা রক্ষা করছেন। তিনি বলেন, আমাদের আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে সেসব ডেভিলদের যেন আটক করা হয়। হানিফ উপদেষ্টা পরিষদের একটা অংশকে পশ্চিমের দালাল উল্লেখ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, ভারতের বিরুদ্ধেও ছিল।