Web Analytics

জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। এ নিয়ে জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কানাডিয়ান হাইকমিশনার ঐকমত্য কমিশনের বিষয়ে জানতে চাইলে আমরা জানিয়েছি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চলছে। তিনি বলেন, আমরা হাইকমিশনারকে জানিয়েছি, দুঃখজনকভাবে যদি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলোয় ঐকমত্যে পৌঁছানো সম্ভব না হয়, সেক্ষেত্রে গণভোট অনুষ্ঠানের জন্য আমরা সরকারকে পরামর্শ দিয়েছি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা দরকার। আর কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে বিষয়ে আমাদের কনসার্ন অন্তর্বর্তী সরকারকে জানিয়েছি। তাহের বলেন, সিসি ক্যামেরাসহ নির্বাচনের আনুষঙ্গিক খরচ মেটাতে মোটা অঙ্কের বাজেট দরকার। এ ব্যাপারে আমরা কানাডাসহ উন্নয়ন অংশীদার বন্ধুরাষ্ট্রগুলোর কাছে আর্থিক অনুদানের আহ্বান জানিয়েছি।

Card image

Related Memes

logo
No data found yet!