ফরিদপুরের নারী উদ্যোক্তা সাবেকুন্নাহার মিতু তার প্রতিষ্ঠান ‘লাম ক্রিয়েশনের’ মাধ্যমে পাট, হোগলাপাতা, কচুরিপানা ও খড় দিয়ে তৈরি পরিবেশবান্ধব হস্তশিল্প ইউরোপে রফতানি করছেন। দুইটি কারখানায় প্রায় ৫০০ শ্রমিক কাজ করছেন এবং তৈরি হচ্ছে ৫০ ধরনের পণ্য। মাসিক প্রায় ৫ লাখ টাকা মুনাফা অর্জন করছেন তিনি। বাংলাদেশ ব্যাংক তাঁকে নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা দিয়েছে। ভবিষ্যতে সরকার সহযোগিতা করলে আরও বড় পরিসরে কর্মসংস্থান সৃষ্টি করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।