ঢাবি কর্মচারী আসিফ অর্ণবের কাছে পোশাক নিয়ে হেনস্তার শিকার ঢাবি শিক্ষার্থী জানান, এজাহারের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ায় তিনি ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন। তিনি বলেন, থানা থেকে তার তথ্য ছড়িয়ে পড়ে। এছাড়া অর্ণবকে জামিন দেওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। শিক্ষার্থী লেখেন, ‘আমার সেন্সিটিভ ইনফরমেশন পুলিশ পাবলিক করেছে। তাদের জিজ্ঞাসা করায় বলেছে, এজাহার কপি নাকি পাবলিক করা যায়। তাহলে এজাহার কপিতে এত ইনফরমেশন তারা কেন রাখে? তিনি ক্ষোভ নিয়ে বলেন, কিছু মানুষ গিয়ে থানায় মব করবে, তাও এমন একজনের বিরুদ্ধে যে নিজের দোষ স্বীকার করেছে। তাকে ছেড়ে দেওয়া হবে। একে তিনি বিচারহীনতা বলে ক্ষোভ প্রকাশ করেছেন।