Web Analytics

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ওসমান হাদি হত্যার বিচারে তাড়াহুড়ার কোনো সুযোগ নেই। তিনি জানান, হত্যাকারীরা কোথায় আছে তা শতভাগ নিশ্চিত নয়, তবে যত দ্রুত সম্ভব অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য সরকার সচেষ্ট রয়েছে। শনিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন আরও বলেন, বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বের সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা চলছে। তিনি জানান, বর্তমান সরকার ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে চায় এবং নির্বাচনের বিষয়ে কোনো বিদেশি চাপ নেই।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মুন্সীগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন, উত্তর ইসলামপুরে শহীদদের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

Card image

Related Memes

logo
No data found yet!