Web Analytics

ডাকসু নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও শক্ত অবস্থানে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, আগামীকাল ডাকসু নির্বাচন। রোববার থেকেই নিরাপত্তা বেষ্টনী থাকার কথা ছিল, কিন্তু এখনো সেটি যথাযথভাবে দেখা যাচ্ছে না। আরো বলেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে, তারা ক্যাম্পাস ঘিরে অবস্থান নেবে। অথচ নির্বাচন কমিশনকে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। মুসাদ্দিক বলেন, আচরণবিধি লঙ্ঘনের ঘটনা একের পর এক ঘটছে। কিন্তু প্রশাসন বড় ধরনের ব্যবস্থা না নিয়ে কেবল ‘নামের জন্য’ শোকজ করছে, অনেক ক্ষেত্রে সেটিও করছে না। তিনি জানান, নির্বাচন ঘিরে একটি দলের নেতা কর্মীরা ক্যাম্পাসের চারপাশে থাকবে বলছে। রাতের বেলায় হলের বাইরে নিয়ে শিক্ষার্থীদের খাবার অর্থ দিয়ে দলে টানছে। ইলেকশন ইন্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে। বিশ্বিদ্যালয় প্রশাসন জেনেও ব্যবস্থা নেয়নি। এছাড়া সাইবার মাধ্যমে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনকে তরিৎ সিদ্ধান্ত গ্রহনের আহ্বান জানাচ্ছি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।