বালিয়াকান্দির বহরপুর নূরে মদিনা হাফেজিয়া মহিলা মাদ্রাসায় পানির ট্যাংকি ধসে কানিজ ফাতেমা নামের এক ছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ওজু করার সময় এই দুর্ঘটনা ঘটে। তার সঙ্গে থাকা মিম আক্তার আহত হন এবং তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। ঘটনাটি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।