গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তদের বেশিরভাগই ঢাকার বাইরে এবং চট্টগ্রামের বাইরে সিটি করপোরেশনের বাইরের এলাকা থেকে। একই সময়ে ১৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ৪,৯৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ৪,৪৮৬ জন সুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫৯.৫% পুরুষ। ২০২৫ সালে এখন পর্যন্ত ২৩ জন মারা গেছেন, যেখানে ২০২৪ সালে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।